সিলেটটুডে ডেস্ক

২৪ মে, ২০১৯ ০৩:০৮

সরে গেল ‘চৌকিদার’ শব্দ

লোকসভা নির্বাচনের আগে নিজের টুইটার অ্যাকাউন্টে নামের আগে ‘চৌকিদার’ শব্দটি জুড়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর এদিকে, নির্বাচনের ফলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ জয় নিশ্চিত তখন ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলেছেন তিনি।

বৃহস্পতিবার এক টুইটে ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলার কারণ ব্যাখ্যায় মোদি বলেন, “এখন চৌকিদার চেতনাকে পরবর্তী পর্যায়ে নেওয়ার সময় হয়েছে। সবসময় এই চেতনাকে বাঁচিয়ে রাখুন এবং ভারতের উন্নয়নে কাজ করতে থাকুন।

“চৌকিদার শব্দটি আমার টুইটার অ্যাকাউন্ট নাম থেকে সরে গেলেও এটি আমার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আপনাদের সবাইকেও একই কাজ করার অনুরোধ করছি!”

গত মার্চে মোদি ‘ম্যাঁ ভি চৌকিদার’ এর প্রচার শুরু করেন।

‘চৌকিদার’ প্রচার শুরু করে মোদি জনগণের প্রতি ভোট দিয়ে ‘দেশের সুরক্ষায় একজন চৌকিদারের মত কাজ করার’ অনুরোধ জানিয়েছিলেন।

এদিকে, মোদির টুইটের পরপরই বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিসহ অন্যান্য বিজেপি নেতা নিজ নিজ টুইটার অ্যাকাউন্ট নাম থেকে ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আপনার মন্তব্য

আলোচিত