আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০১৯ ১৩:৫৫

জাপানে ছুরি হামলায় ২ স্কুলশিক্ষার্থী নিহত, হামলাকারীর আত্মহত্যা

জাপানে টোকিওর দক্ষিণে কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষায় থাকা স্কুলের শিক্ষার্থীদের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ২ শিক্ষার্থী নিহত হয় ও ৩৯ বছর বয়সী হামলাকারী ব্যক্তি আত্মহত্যা করেন। হামলায় আহত হয়েছে আরও ১৮ জন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে কাওয়াসাকি শহরে হামলার এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনএইচকের খবরে বলা হয়, সকালে কারিতাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ করে এক ব্যক্তি দুই হাতে ধারালো ছুরি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।

এক পর্যায়ে ওই ব্যক্তি নিজের ঘাড়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার মৃত্যু হয়। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করার কথা জানিয়েছে।

এদিকে, জাপান সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাহতদের প্রতি শোক ও সহানুভূতি জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত