আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০১৯ ১০:৪৯

জাপানে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস, বাড়ার আশঙ্কা

জাপানে সপ্তাহখানেক ধরে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত দুই জন নিহত হয়েছেন। ভূমিধস আরো বাড়তে পারে এমন আশঙ্কায় বিশেষ সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ জুন) থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে এক হাজার মিলিমিটার বৃষ্টিপাতের পর বুধবার (৩ জুলাই) ৮ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে জানিয়েছে, চলতি বছর দেশটির দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিরিক্ত ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাগোশিমা, কুমামোতো ও মিয়াজাকিসহ বিভিন্ন এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

গত বছরের জুলাইয়ে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষ প্রাণ হারায়। উদ্ধার তৎপরতা মন্থর হওয়ায় সেসময় সমালোচনার মুখে পড়ে শিনজো আবের সরকার।

আপনার মন্তব্য

আলোচিত