সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০১৯ ০২:২২

ওই টাকায় ইউরোপে অরণ্য তৈরি করুন, ম্যাক্রোঁকে ব্রাজিল

অ্যামাজন বনে বিধ্বংসী আগুনের মোকাবেলা করতে জি–৭ দেশগুলির দেওয়া সাহায্য ফিরিয়ে দিয়েছে ব্রাজিল।

১৪৩ কোটি টাকা সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করে ব্রাজিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জানিয়েছে, ‘‌ওই টাকায় ইউরোপে অরণ্য তৈরি করুন।’‌

এদিকে, কিছুদিন আগে জায়ির বলসোনারো ব্রাজিলের উন্নয়নের আশ্বাস দিয়ে অ্যামাজনের বন সংরক্ষণের জন্য ইউরোপের থেকে আর্থিক সহায়তা চেয়েছিলেন। কিন্তু এই মাসের শুরুতেই জার্মানি এবং নরওয়ে বলসোনারোর উন্নয়নমূলক প্রকল্পে বিরূপ মনোভাব দেখিয়ে সেই সাহায্য বন্ধ করে দিয়েছিল। সেই সময় বলসোনারো বলেছিলেন, ‘ব্রাজিলের ওই অর্থ সাহায্যের প্রয়োজন নেই’‌।

বিদেশি রাষ্ট্রগুলিকে এই ব্যাপারে নাক না গলাতে বলে ফেসবুকে ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‌এই দেশগুলি আমাদের টাকা পাঠায় সেটা দান করার জন্য নয়, তাদের লক্ষ্য আমাদের সার্বভৌমত্বে নাক গলানো।’‌

অন্যদিকে বৃহস্পতিবারই বলসোনারো বলেছিলেন, এতো বড় দাবানল নিয়ন্ত্রণের আর্থিক ক্ষমতা ব্রাজিলের নেই। কারণ অ্যামাজন ইউরোপের থেকেও আয়তনে বিশাল।

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বলসোনারোর চিফ অফ স্টাফ ওনিক্স লোরেনজোনি বলেন, ‘‌এই প্রস্তাবের প্রশংসা করছি। তবে এই অর্থ ইউরোপে অরণ্য তৈরিতে বেশি কাজে লাগবে।’‌

ফ্রান্সে জি–৭ শীর্ষ সম্মেলনে অ্যামাজন বনের আগুন মোকাবিলায় ২০ মিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব প্রসঙ্গে লোরেনজোনির দাবি, ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি গির্জায় আগুনও এড়াতে পারেননি ম্যাক্রোঁ। তিনি আবার আমাদের দেশকে কী শেখাতে চাইছেন?’‌ এপ্রিলের নোতর দামে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্টকে কটাক্ষ করেছেন তিনি।

ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্ডো সেলস আগে বলেছিলেন, অ্যামাজনের আগুনে ৯,৫০,০০০ হেক্টর অরণ্য ধ্বংস হয়ে গিয়েছে। এই আগুন মোকাবিলায় জি–৭ সম্মেলনের সাহায্যকে তারা স্বাগত জানাচ্ছেন। তবে বলসোনারো ও তার মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ব্রাজিল সরকার সিদ্ধান্ত বদলেছে।

আপনার মন্তব্য

আলোচিত