সিলেটটুডে ডেস্ক

১২ নভেম্বর, ২০১৯ ০২:১৯

মদ্যপ অধ্যাপকের ব্যাগে মিলল প্রেমিকার কাটা হাত-পা

প্রেমিকাকে খুন করে ব্যাগে ভরে নদীতে ফেলে দিতে গিয়েছিলেন রাশিয়ার ৬৩ বছর বয়সী অধ্যাপক ওলেগ সোকোলফ। এ সময় মদ্যপ থাকায় পা পিছলে নদীতে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এরপর তার ব্যাগে পাওয়া যায় এক নারীর কাটা হাত-পা।

জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত স্বীকার করেন যে, ২৪ বছর বয়সী ছাত্রী ও প্রেমিকা আনাস্তাসিয়া ইয়েশচেঙ্কোকে খুন করেছেন তিনি। ওই তরুণীর বিকৃত লাশ পুলিশ পরে ইতিহাসের ওই অধ্যাপকের বাড়ি থেকে উদ্ধার করে।

অধ্যাপক ওলেগ সোকোলফ ফরাসি বীর নেপোলিয়ন বিষয়ে বিশেষজ্ঞ। এজন্য তাকে বিশেষ সম্মানে ভূষিত করেছিল ফ্রান্স। খবর বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অধ্যাপক ওলেগ সোকোলফ ওই তরুণীর দেহের খণ্ডিত অংশগুলো নদীতে ফেলার জন্য সেখানে গিয়েছিলেন। এ সময় তিনি মাতাল থাকায় নদীতে পড়ে যান।

অধ্যাপকের আইনজীবী আলেকজাণ্ডার পচুইয়েভ সংবাদমাধ্যমকে জানান, তিনি তার অপরাধ স্বীকার করেছেন। কৃতকর্মের জন্য তিনি এখন মর্মাহত। এ মামলায় পুলিশকে সহযোগিতা করছেন তিনি।

অধ্যাপক সোকোলফ পুলিশকে জানান, একটি বিষয়ে তর্কাতর্কির সময় তিনি তার প্রেমিকাকে খুন করেন। এরপর করাত দিয়ে তার মাথা, হাত ও পা কাটেন।

আপনার মন্তব্য

আলোচিত