সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৫ ২৩:৩৮

স্কুলে ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এলাকাভিত্তিক কোটা পদ্ধতি চালু করার পরিকল্পনা করছে সরকার। সারা দেশে শুধু মহানগরগুলোতে (মেট্রোপলিটন সিটি) এ পদ্ধতি কার্যকর করা হবে।

মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব রুহি রহমান।

তিনি বলেন, ‘এ পরিকল্পনা অনুযায়ী প্রতিটা স্কুলের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে এর আশেপাশের শিক্ষার্থীদের জন্য।’

প্রতিটি শিশুকে তাদের কাছাকাছি বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনরা নির্দেশনার পরপরই এই বৈঠক অনুষ্ঠিত হলো এবং এ ব্যাপারে পরিকল্পনার কথা জানানো হলো।

রুহি বলেন, ‘আমরা এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছি। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আমরা আবারো বসবো এবং সরকারের উর্ধ্বতন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করে কীভাবে এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা যায় তার পরিকল্পনা করবো।’

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্দেশনায় বলেন, প্রত্যেকটি শিশু যেন তার বাড়ির কাছাকাছি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায়।

আপনার মন্তব্য

আলোচিত