সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৬ ১৪:৩৭

জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত

জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্বালানি তেলের দাম কমাতে যাচ্ছে সরকার মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত দুই বছর ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখি। দেড় বছরে ব্যারেল প্রতি তেলের দাম ১০৮ থেকে মাত্র ৩৭ ডলারে নেমে আসে।

১১ বছরের মধ্যে এই দাম এখন সর্বনিম্ন। তবে দাবি থাকলেও সরকার দেশের বাজারে দাম কমানোর বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় সরকার জ্বালানি তেল বিক্রিতে লোকসানের বৃত্ত থেকে বের হয়ে এসেছে।

২০১৫ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সাড়ে তিন হাজার কোটি টাকা লাভ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত