সিলেটটুডে ডেস্ক

২৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:৩১

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর হচ্ছে না

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে চলতি অধিবেশনের শেষ দিনে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।

সাংসদ সেলিনা বেগমের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে তাদের এই আন্দোলন চলছে।

আপনার মন্তব্য

আলোচিত