সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০১৫ ১৯:০০

গাছ থেকে নেমে সোজা হাজতে

রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে ২৪ ঘণ্টা গাছে অবস্থান করে নামার পরই আটক হয়েছেন ‘দার্শনিক’ জালাল উদ্দিন মজুমদার।

রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে ২৪ ঘণ্টা গাছে অবস্থান করে নামার পরই আটক হয়েছেন ‘দার্শনিক’ জালাল উদ্দিন মজুমদার।
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা হৃদয় (১৮) নামের আরেকজনকে আটক করা হয়।
আটক হওয়ার আগে সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জালাল উদ্দিন প্রেস ক্লাবের একটি কড়ই গাছে ওঠে অবস্থান করে সহিংসতার প্রতিবাদ জানান।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিম বলেন, ‘সকালে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। ওসি থানার বাইরে আছেন, তিনি আসলে আটকদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
এর আগে সোমবার গাছে অবস্থানকালে জালাল উদ্দিন মজুমদার বলেছিলেন, ‘রাজনৈতিক সহিংসতায় প্রতিনিয়ত মানুষ মরছে। অনেকেই যার যার অবস্থান থেকে প্রতিবাদও জানিয়ে আসছে। শুধু রাজনৈতিক নেতাদের কানে তা ঢুকছে না।’
মাথায় পতাকা বেঁধে, সঙ্গে আরেকটি পতাকা ও একটি হারিকেন নিয়ে গাছের উপর অবস্থান করা জালাল উদ্দিনের হাতে দুটি প্ল্যাকার্ড ছিল।
একটি প্ল্যাকার্ডে লেখা ছিল—‘পেট্রোলবোমা, ক্রসফায়ার, হরতাল ও অবরোধের চির অবসানের দাবিতে গাছের উপর ২৪ ঘণ্টা অবস্থান ধর্মঘট।’
অন্য প্ল্যাকার্ডে লেখা ছিল—‘১৬ কোটি মানুষ এই মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। তাই গাছে উঠে দাবি আদায়ের কথা বলছি। দাবি আদায় হলে নিচে নেমে আসব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মারকলিপি দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে দেশপ্রেমিক নেতার খোঁজে হারিকেন হাতে যাত্রা শুরু করেছিলেন জালাল উদ্দিন।

 

আপনার মন্তব্য

আলোচিত