সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০১৬ ১২:৪৫

গুলশানে নিহত ৫ জঙ্গির লাশ এখনো নেয়নি কেউ

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো অভিযানের সময় নিহত পাঁচ জঙ্গির মৃতদেহ এখনো তাদের পরিবার গ্রহণ করেনি। এই পাঁচজনের সাথে নিহত রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলামের মৃতদেহও এখনো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) মর্গে পড়ে আছে।

৫ জঙ্গির মধ্যে রোহান ইমতিয়াজের বাবা এস এম ইমতিয়াজ খান বাবুল ছেলের লাশ গ্রহণ করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। বাকি ৪ জনের অভিভাবক ছেলের কর্মকাণ্ডের জন্য জাতীর কাছে ক্ষমা চাইলেও লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন বলে কোন খবর নেই। তবে ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এদের লাশ নিতে কেউ আসেনি বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্তান জঙ্গি হামলায় যুক্ত, এ কথা জানাজানির পর পরিবারগুলো লাশ চাইতে দ্বিধা করছে। তবে জানা গেছে এদের সবার পরিবারই লাশের খোঁজখবর রাখছে।

গত ৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের একটি দল নিবরাস ইসলাম, মীর সামেহ মোবাশ্বের, রোহান ইমতিয়াজ, খায়রুল ইসলাম ওরফে পায়েল, শফিকুল ইসলাম ওরফে জুয়েল এবং রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলামের ময়নাতদন্ত করে। সিএমএইচে ময়নাতদন্তের পর সেখানেই মৃতদেহগুলো রাখা হয়।

আপনার মন্তব্য

আলোচিত