সিলেটটুডে ডেস্ক

১২ জুলাই, ২০১৬ ১৮:০০

জঙ্গিদের তথ্য দিলে পুরস্কৃত করবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

সাম্প্রতিক সময়ে ধর্মীয় উগ্রবাদিত রুখতে উদ্যোগ গ্রহণ করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।  জঙ্গিদের বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারলে তাকে পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়েছে এ বিভাগ থেকে।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এ ঘোষণা দেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয়।

জাপা নেতা রাঙ্গা বলেন, ‘নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি জঙ্গি ও দুষ্কৃতিকারীদের বিষয়ে তথ্যদাতা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার দেয়া হবে। অন্য কেউ তথ্য দিলে তাকেও পুরস্কৃত করা হবে।’

তিনি জানান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্ত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জঙ্গি তৎপরতা রোধে বিশেষ বার্তা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত