সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ০০:২৪

জাকির নায়েকের বক্তব্যে নয়, বিচারহীনতায় জঙ্গিবাদের উত্থান

কারো বক্তব্যে জঙ্গিবাদের উত্থান হয় না- এমন মন্তব্য করে গণস্বাস্থ্য বোর্ডর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বলা হচ্ছে, জাকির নায়েকের বক্তব্যে জঙ্গিবাদের উত্থান হয়েছে। কিন্তু আমি বলবো, জাকির নায়েকের বক্তব্যে নয়, রাষ্ট্রের বিচারহীনতাই জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে।’

বুধবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল’ আয়োজিত ‘পুলিশি নির্যাতনে জামালপুরের মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে হত্যার প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় ড. জাফরুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যখন কোনো পিতার উপর অন্যায়-জুলুম-নির্যাতন হয়, আর সেটি জানার পরও রাষ্ট্র যখন তার কোনো বিচার করতে পারে না তখনই সন্তানেরা জঙ্গিবাদে লিপ্ত হয়।’

দেশে ব্যর্থতার দায়ে মন্ত্রীদের পদত্যাগ করার নজির নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর পদত্যাগ আশা করছি না। তিনি (প্রধানমন্ত্রী) এত কষ্ট করে বিনাভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। তবে গুলশানে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রীর উচিত ছিলো র‌্যাবের ডিজি বেনজির আহমেদকে পদচ্যুত করা।’

“গোটা দেশের মানুষ খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছেন। তারেক রহমানের প্রয়োজনেই খালেদাকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। বেগম জিয়া চুপ থাকলে তারও বিচার করবে এই সরকার”- বলেন জাফরুল্লাহ।

এ সময় তিনি গুলশান হামলায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন আহমেদকে মিরপুরের ত্রাস আখ্যা দিয়ে তার মরণোত্তর বিচার দাবি করেন।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জে.(অব.) সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত