সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০১৫ ১৫:৫৭

যে গাড়িতে ধর্ষিত হয়েছিলেন আদিবাসী তরুণী

চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে আদিবাসী গারো তরুণীকে দুর্বত্তরা ধর্ষণ করেছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। দুই ধর্ষককে আটকের পর আজ বুধবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুফতি মাহমুদ খান।

ওই ঘটনায় ব্যবহৃত গাড়িটি (ঢাকা মেট্টো-চ ১৫-৪৭০১) বনানীর ২১ নম্বর রোডের ৬০/বি বাসা থেকে উদ্ধার করা হয়।

রাত পৌনে ৯টার দিকে তুষার ও লাভলু যমুনা ফিউচার পার্কের অপর পাশের একটি রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে। লাভলু রাত সোয়া ৯টার দিকে মেয়েটিকে বাসায় পৌঁছে দেওয়া কথা বলে। মেয়েটি রাজি না হলেও তাকে জোর করে গাড়িতে ওঠায় তারা। সে সময় গাড়ির ড্রাইভিং সিটে বসে লাভলু গাড়ি চালাচ্ছিল। এর কিছুক্ষণ পর তুষার মেয়েটিকে ধর্ষণ করে। কুড়িল এলাকার ৩০০ ফিট রাস্তায় গিয়ে চালকের আসন পরিবর্তন করে সে। লাভলুও একইভাবে নির্যাতন করে। পরে মেয়েটিকে রাত ১০টার দিকে কুড়িল ফ্লাইওভার-এয়ারপোর্ট হয়ে জসীমউদ্দিন মোড়ে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

দুই-তিনদিন ধরেই ওই তরুণীর গতিবিধি লক্ষ্য করে তুষার, লাভলু ও ফিরোজ ধর্ষণের পরিকল্পনা করে। আসামিরা র‌্যাবের কাছে তাদের অপরাধের দায় স্বীকার করেছে।

আপনার মন্তব্য

আলোচিত