সিলেটটুডে ডেস্ক

২২ এপ্রিল, ২০১৮ ১৯:২৯

২৩ এপ্রিলের এইচএসসি পরীক্ষা স্থগিত

২৩ এপ্রিল (সোমবার) এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করেছে সরকার। স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।

রোববার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি জানান, ময়মনসিংহের একটি কেন্দ্রে রোববার ভুলবশত সোমবারের ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নের একটি প্যাকেট খুলে ফেলে, এজন্য সারা দেশের ওই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ মে ওই পরীক্ষা নেওয়া হবে।

এইচএসসিতে রবিবার ভূগোল (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। সোমবার ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

গত ২ এপ্রিল থেকে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। আগামী ১৩ মে শেষ হওয়ার কথা ছিলো তত্ত্বীয় পরীক্ষা।

আপনার মন্তব্য

আলোচিত