সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০১৮ ১৪:৫৩

‘পাকস্থলীতে ইয়াবা পাচার’, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৬

পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় দুই রোহিঙ্গাসহ ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর দক্ষিণখান থেকে গতকাল রোববার বিকেলে এদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২৮ মে) সকালে ডিবি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন শিশু রয়েছে। গ্রেপ্তার হওয়া দুই রোহিঙ্গা কক্সবাজারের লেদা ক্যাম্পের বাসিন্দা। ইয়াবা ট্যাবলেট পলিথিনে ক্যাপসুলের মতো পেঁচিয়ে পানি দিয়ে ওষুধের মতো খেয়ে পাকস্থলীতে করে ঢাকা নিয়ে আসত দুই রোহিঙ্গা। বাকিরা ঢাকায় সরবরাহের সঙ্গে জড়িত।

চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৩০০ মাদকের মামলা হয়েছে বলে জানিয়েছেন দেবদাস। এদের মধ্যে ১১ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কারাগারে আটক রয়েছেন বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত