সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০১৫ ১৮:৪৬

‘মাদক দ্রব্য কোম্পানির আবার যাকাত কিসের’

ময়মনসিংহে নূরানী জর্দা ফ্যাক্টরিতে যাকাত নিতে গিয়ে ভিড়ের চাপে পিষ্ট হয়ে মারা গেছেন ২৭ জন। তবে এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবেই অভিহিত করলেন ময়মনসিংহের মাদক নিয়ন্ত্রণ কমিটির সম্পাদক অধ্যাপক আফজাল রহমান।

‘জর্দা তো মাদকদ্রব্য। তাই একটি জর্দা কোম্পানীর নাম যতই ‘নূরানী জর্দা কোম্পানী’ দেয়া হোক না কেনো সেটা নিশ্চয়ই হালাল হয়ে যায়না। যে উপার্জন হালাল নয় তার আবার যাকাত কিসের?’

শুক্রবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে তিনি হত্যাকাণ্ড হিসেবেও অভিহিত করেন। ‘এই কাজটিকে আমরা মৃত্যুর ফাঁদ হিসেবেই বিবেচনা করতে পারি। এটাকে হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করা উচিত। এসব তামাক ব্যবসায়ীরা এভাবে মৃত্যুফাঁদ পাতলে সেটা আমাদের জন্যই দুর্ভাগ্যজনক। এই দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু।’

বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেই আছে জর্দার ব্যাপারে বিধি-নিষেধগুলো। ‘অনেক মহিলা জর্দার বেশি বেশি খান। সেটা কিন্তু আসক্তি থেকেই। জর্দাতে কিছু তরল মাদকও মেশানো হয়। তাই সেটা এতটা আসক্তি তৈরি করে। আসক্তি তৈরি করা এই মাদকদ্রব্য ব্যবসায়ীর আবার যাকাত হয় কি করে?’ এমন প্রশ্নই তোলেন তিনি। সূত্র : চ্যানেলআই অনলাইন ডটকম

আপনার মন্তব্য

আলোচিত