সিলেটটুডে ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৯

একনেকে ইভিএম কেনা প্রকল্পের অনুমোদন

ছবি: পিআইডি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনাসহ ১২ হাজার ৫৪৪ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ইভিএম প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা সকালে শুরু হয়।

সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা বলেন, দেড় লাখ ইভিএম কেনা প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা। শুধু দেড় লাখ ইভিএম, সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কেনার জন্য ৩ হাজার ৫১৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ফলে প্রতি ইউনিট ইভিএমের দাম পড়ছে প্রায় দুই লাখ টাকা।

প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ চলতি সময় থেকে জুন ২০২৩ সাল পর্যন্ত।

মন্ত্রী জানান, একনেক সভায় পাশ হওয়া ১৪টি প্রকল্পের মধ্যে আছে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণসহ ভোট স্বচ্ছ করতে দেড়লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার প্রকল্প। এ সংক্রান্ত প্রস্তাব প্রথম পরিকল্পনা কমিশনে আসে ১৬ আগস্ট।

এরপর গত একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে যাচাই-বাছাই শেষে ইভিএম কেনার প্রকল্প আজকে পাস হওয়ার আভাস দিয়েছিলেন পরিকল্পনা মন্ত্রী।

এছাড়াও ঢাকা-শিলিগুড়ি রেল যোগাযোগের জন্য চিলাহাটি সীমান্ত পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের প্রকল্প পাস হয়েছে আজকের একনেক সভায়।

এদিকে, গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি’র প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড ৭ দশমিক আট ছয় শতাংশ, যা প্রাথমিক হিসাবে ছিল ৭.৬৫ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘর অতিক্রম করে। এর পর গত দুই অর্থবছর ধরেই প্রবৃদ্ধির হার ৭ শতাংশের ওপরে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত