সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৮ ১৩:৪৫

বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ নভেম্বর) বেলা পৌনে একটার দিকে এই সংঘর্ষ বাধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কর্মী সমর্থকদের একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ নিষেধ করলে সংঘর্ষ শুরু হয়।

বিএনপির নেতা-কর্মীরা পুলিশের একটি পিক-আপে আগুন ধরিয়ে দিয়েছেন। সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পুলিশ ভ্যান ছাড়াও দুইটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করা হয়।

এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বেশি কিছু গাড়ি ভাঙচুরের শিকার হয়। পুলিশের তিনটি গাড়িতেও আগুনও দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়েছে।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের মনোনয়ন ফরম বিক্রি তৃতীয় দিনের মত চলছে। তৃতীয় দিনের মত জনস্রোতে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত