নিউজ ডেস্ক

১৮ জুলাই, ২০১৫ ০৩:৫৪

রেলমন্ত্রী অসুস্থ: সিএমএইচে ভর্তি

রেলমন্ত্রী মুজিবুল হক অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।

উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বলে মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার জানিয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, “মন্ত্রী আলসারের সমস্যায় অসুস্থ হয়ে পড়ায় সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।”

মন্ত্রীর এক ঘনিষ্টজন জানান, বৃহস্পতিবার কুমিল্লায় অবস্থান করছিলেন রেলমন্ত্রী। রাতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় মুন হাসপাতালে এবং পরে সেখান থেকে সিএমএইচে আনা হয়।

কুমিল্লার মুন হাসপাতালের পরিচালক রইস আব্দুর রব জানান, মন্ত্রী মুজিবুল হক আলসারের সমস্যা নিয়ে রাত সোয়া ১২টার দিকে তাদের হাসপাতালে আসেন।

“আলসারের কারণে উনার ইন্টার্নাল ব্লিডিং হচ্ছিল। এখানে এক ব্যাগ রক্ত দেওয়া হয়।”

পরে রাত ২টার দিকে অ্যাম্বুলেন্সে করে মন্ত্রীকে ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি।

মন্ত্রী মুজিবুল হকের (৬৮) বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গত বছর কুমিল্লায় চান্দিনায় বিয়ে করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত