সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৯ ১৩:৫৯

পরাজয়ের বেদনা থেকে বিএনপির এমন অভিযোগ: ওবায়দুল কাদের

একাদশ জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণেই বিএনপি এখন নানা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর গুলিস্তানে সড়ক বিভাগের ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনের গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।

তিনি বলেন, "সরকার গঠনের আগেই গণতান্ত্রিক বিশ্বের অভিনন্দন আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন। কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তুলেন, তারা নির্বাচনে হেরে গেছেন বলেই হেরে যাওয়ার বেদনা থেকেই এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন।"

ওবায়দুল কাদের বলেন, "তাদের (বিএনপি) এ অভিযোগের কোনো বাস্তবতা নেই। এটার কোনো যৌক্তিকতাও নেই। দেশে-বিদেশে কোথাও এর কোনো স্বীকৃতি নেই।"

এবারের নির্বাচনে জনগণ ‘খুব খুশি’ হয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, “চারিদিকে আপনারা জনগণের মতামত নিতে পারেন, জনগণ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।

“জনগণের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন আছে শুধু বিরোধী মনের কিছু রাজনৈতিক দলের। তাদের কাছে প্রশ্ন থাকবেই। বিরোধী দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলে গরম কথা বলতে হবে।”

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। ৩০০ আসনের মধ্যে আওয়ামী জোট পেয়েছে ২৮৬টি এবং বিরোধীপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র আটটি আসন। তারা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে এবং পুনরায় নির্বাচনের দাবি তুলেছে।

আপনার মন্তব্য

আলোচিত