সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৯ ২০:২১

বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ ড. কামালের

বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার পরামর্শ দিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট বেধে রাজনীতি করবেন না।

শনিবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কমিটির এক সভা শেষে  ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, আমরা অতীতে জামায়াতকে নিয়ে রাজনীতির চিন্তাও করিনি। ভবিষ্যতেও পরিষ্কার যে, জামায়াতকে নিয়ে রাজনীতি করব না।

বিএনপিকে জামায়াত ছাড়ার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় গণফোরাম সভাপতিকে। বিএনপিকে জামায়াত ছাড়তে তিনি কী বলবেন- এর উত্তরে ড. কামাল বলেন, 'এটি বলা যেতে পারে।'

তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে অতীতে যেটা হয়েছে, সেটি অনিচ্ছাকৃত ভুল। তারা যে ধানের শীষে জামায়াতের ২২ জনকে মনোনয়ন দেবে, সেটি আমরা জানতাম না।

আপনার মন্তব্য

আলোচিত