সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৯ ১৮:০৯

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

রোববার (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিদেশ যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় ও লিভারের সমস্যার উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেছেন এরশাদ। এর আগে, তার ছোট ভাই জি এম কাদের জানিয়েছিলেন, ‘তিনি (এরশাদ) খুব অসুস্থ। হুইল চেয়ারে করে চলাফেরা করতে হচ্ছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গী হিসেবে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

বিমানবন্দরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলের সিনিয়র নেতারা এরশাদকে বিদায় জানান। বিদেশ যাওয়ার আগে সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান এরশাদ।

আপনার মন্তব্য

আলোচিত