সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:১০

ভুল প্রশ্নপত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেয়া হয়েছে, যা ইতোমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যাহ উপস্থিত ছিলেন।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন এবং ভুল-ত্রুটি এড়িয়ে আরো সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
সূত্র: বাসস

আপনার মন্তব্য

আলোচিত