সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৯ ০১:০০

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, এপিএস-২ ও বিশেষ সহকারী হলেন যারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপ-প্রেস সচিব, সহকারী একান্ত সচিব (এপিএস)-২, দু’জন বিশেষ সহকারী ও একজন অ্যাসাইনমেন্ট অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

চুক্তিতে এ নিয়োগ দিয়ে সোমবার (৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক হাসান জাহিদ তুষার।

আর বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান। উপসচিব পদমর্যাদায় তারা এ নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন গাজী হাফিজুর রহমান। গাজী হাফিজুর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের ছেলে মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, এপিএস-২ ও দুই বিশেষ সহকারী নিয়োগপ্রাপ্তদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ নিয়োগের মেয়াদকাল হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রী তাদের যতদিন এ পদে রাখতে চান ততদিন।

আপনার মন্তব্য

আলোচিত