সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৯ ১৩:১৫

সুশাসনের অভাবে চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি: মির্জা ফখরুল

ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির জন্য ইসলামি ফাউন্ডেশনের সমালচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রে যদি সুশাসন না থাকে, তাহলে সব জায়গায় সমন্বয়হীনতা দেখা দেয়। গতকাল চাঁদ দেখা নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটা এরই ফল।’

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরে বাংলানগরে জিয়ার কবরে নেতাকর্মীদের নিয়ে ফুল দেন তিনি।

ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকের ঘরে ঈদ আনন্দ নেই বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে এই ঈদ উৎসব পালন করার কথা ছিল। আবহমানকাল থেকে সেটিই হয়ে আসছে। কিন্তু এবারের ঈদুল ফিতরে মানুষের মনে আনন্দ নেই। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকের ঘরে ঘরে আজ হাহাকার। ধানের ন্যায্য মূল না পাওয়ায় তাদের ঘরে ঈদ আনন্দ নেই।’

অনুমতি চেয়েও খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ায় হতাশা জানিয়ে তিনি বলেন, ‘কারাবিধি অনুযায়ী ঈদের দিন আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও নিকটজনেরা বন্দির সঙ্গে দেখা করার সুযোগ পান। আমরা সেই সুযোগটা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। কিন্তু অনুমতি মেলেনি। কেবলমাত্র পরিবারের কয়েকজনকে দেখা করার অনুমতি দিয়েছে।’

ফখরুল বলেন, ‘গত ঈদে আমরা নাজিমুদ্দিন রোডে গিয়ে খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়েছিলাম। কিন্তু এবার যেহেতু তিনি হাসপাতালে আছেন। সেখানে অনেক রোগী ভর্তি রয়েছে। অনুমতি ছাড়া সেখানে গিয়ে গ্যাদারিং করলে রোগীদের কষ্ট হবে। সে কারণে আমরা সেখানে যাচ্ছি না।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট রফিক সিকদার, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক, বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ অন্যরা।

আপনার মন্তব্য

আলোচিত