সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৫ ২৩:০০

নিবন্ধনহীন সিম বন্ধ করা হবে : তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নিবন্ধনহীন সিমের মাধ্যমে বিভিন্ন অপরাধ হচ্ছে। নিবন্ধনহীন সিম বন্ধ করা হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইন্দিরা রোডের সেজান পয়েন্টে নিবন্ধনহীন সিম বিক্রি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অভিযানের সময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নিবন্ধনহীন সিম বন্ধ করার উদ্যেগ নেওয়া হচ্ছে বলে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানান।

কবে নাগাদ গ্রাহকের কাছে থাকা নিবন্ধনহীন সিম বন্ধ করা হবে জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ করে এসব সিম বন্ধ করে দিলে টেলিকম ব্যবসায় প্রভাব পড়বে। নিবন্ধন ছাড়া সিম নিবন্ধন করার সুযোগ এখনও রয়েছে।

নিবন্ধনহীন সিম বন্ধ করার আগে একটি সময় বেঁধে দিয়ে তা কার্যকর করা হবে বলে জানান বিটিআরসি প্রধান।

বিটিআরসি’র হিসাবে গত জুনের শেষ নাগাদ দেশে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার।

সম্প্রতি জিপিও এলাকায় পরিদর্শনে গিয়ে অবৈধ সিম বিক্রি বন্ধের কথা বলেন প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপর বিটিআরসি মোবাইল টিম পরিচালনার ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেয়।

আপনার মন্তব্য

আলোচিত