সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০১৯ ১২:৪০

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রোববার দুপুরে সিঙ্গাপুর যাচ্ছেন।

সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানযোগে দুপুর দেড়টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন।

তার সঙ্গে যাবেন স্ত্রী ইসরাতুন্নেসা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রিজভী আহমেদ।

জানা যায়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যেই সেখানে যাচ্ছেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত গত ২ মার্চ ভোরে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

৪ মার্চ এয়ার এম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন ওবায়দুল কাদের।

এ অবস্থায় আজ রোববার তিনি আবার সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি সেখানে চার দিন অবস্থান করতে পারেন বলে জানা গেছে। এর পর দেশে ফিরে ফিরবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আপনার মন্তব্য

আলোচিত