সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০১৯ ১৬:৩৪

মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ ১১ জেলায় নতুন পুলিশ সুপার

মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ ১১ জেলায় নতুন এসপি (পুলিশ সুপার) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার মর্যাদার আট উপ-কমিশনারসহ ১১ জনকে বদলি করে এ নিয়োগ দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আগামী মাসের মাঝামাঝি সময়ে অবসরে যাওয়ার কথা রয়েছে। তার যাওয়ার আগে ডিএমপিতে এক সঙ্গে বড় রদবদলের ঘটনা ঘটল।  

পুলিশের বিশেষ শাখার মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জ, পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদকে মৌলভীবাজার এবং মেহেরপুরের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে  সাতক্ষীরায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ হয়েছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদারকে ঢাকার পাশে নরসিংদীতে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশে কর্মরত এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুর, মো. আলিমুজ্জামানকে ফরিদপুর, লিটন কুমার সাহাকে নাটোর, মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া, মো. আকবর আলী মুন্সীকে নেত্রকোনা, এস এম মুরাদ আলীকে মেহেরপুর এবং মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের পুলিশ সুপার করে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ১৩ জুন বিপ্লব কুমার সরকারসহ ২১ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছিল। তার এক মাসের মধ্যে আরও ১১ জনের বদলির আদেশ হল।

আপনার মন্তব্য

আলোচিত