সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০১৯ ১৪:৫৫

মন্ত্রী হিসেবে দায় এড়াতে পারি না: ওবায়দুল কাদের

ফাইল ছবি

মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১১ আগস্ট) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘একজন মন্ত্রী হিসেবে জনগণের দুর্ভোগের জন্য আমার দায় এড়াতে পারি না।’

তবে দীর্ঘ যানজট বা ভোগান্তি কেবল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, দেশের সব মহাসড়কে নয় বলেও দাবি করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আজ বিকেল থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে’ উল্লেখ করে কাদের বলেন, কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবারের ঈদুল আজহায় ঘরমুখী মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এ সড়ক ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ, কোথাও তার চেয়েও বেশি সময় লাগছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত