নিউজ ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৫ ১৮:১৬

জামায়াত-শিবির প্রতিহতের ঘোষণায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটে জামায়াত-শিবিরকে প্রতিহতের ঘোষণা দিয়ে ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার প্রতিষ্ঠাকাবার্ষীকীর সমাবেশে জামাত-শিবিরকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা ।

 

৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকেই  নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রেজিস্ট্রারি মাঠি সমবেত বেলা সাড়ে ১২টার দিকে সেখানে সমাবেশ শুরু করে তারা।


মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার সাধারণ সম্পাদক ইমরুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার, এডভোকেট সৈয়দ শামীম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়াম্যান আবু জাহিদ প্রমুখ। 

সময় উপস্থিত ছিলেন- মাহনগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মঈনুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম প্রমুখ।

সমাবেশ শেষে নগরীতে একটি বিশাল ্যালি বের করা হয়। ্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

 

 

আপনার মন্তব্য

আলোচিত