তাহিরপুর প্রতিনিধি

৩১ জুলাই, ২০১৬ ১৬:০৯

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ আটক

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত থেকে ২ লক্ষ ২৮ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ আটক করেছে লাউড়েরগড় বিজিবি জওয়ানরা।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২ টার সময় লাউড়েরগড় গ্রামের বিজিবি সোর্স জজ মিয়া, নুরু মিয়া, আনছারুল ও রফিকুলের সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ১২০৫ এর বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে উত্তর মোকশেদপুর নামক এলাকা থেকে ২ লক্ষ ২৮ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৫২ বোতল মদ আটক করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানীরা ৩টি বস্তা ভর্তি মদের বোতল পেলে রেখে পালিয়ে গেলে এসময় কাউকেই আটক করতে পারেনি বিজিবি।

লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত