সিলেটটুডে প্রতিবেদন

০৭ জানুয়ারি, ২০১৫ ১১:৩০

শীতের প্রকোপ বাড়ল, অবরোধের কমলো

সকাল থেকেই ঘন কুয়াশায় আছন্ন সিলেটে গত ২ দিনের তুলনায় শীতের প্রকোপ বেড়েছে । তবে কমেছে অবরোধের প্রকোপ

সকাল থেকেই ঘন কুয়াশায় আছন্ন সিলেটে গত ২ দিনের তুলনায় শীতের প্রকোপ বেড়েছে । তবে কমেছে অবরোধের প্রকোপ। বিএনপি'র ডাকা টানা অবরোধের দ্বিতীয় দিনে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন । প্রথমদিনের তুলনায় যানবাহনের সংখ্যা বেড়েছে । প্রথমদিন আন্তঃউপজেলা বাস না চললেও আজ(৭ জানুয়ারি) লেগুনা , টেম্পুর , সিএনজি অটোরিক্সার পাশাপাশি আন্তঃউপজেলা বাস চলাচল করতে দেখা যায় ।



অবরোধ সমর্থনে হঠাৎ ২/১ জায়গায় ঝটিকা মিছিল ছাড়া বিএনপি-জামায়াতের কোন কার্যক্রম চোখে পড়েনি।
সকালে আম্বরখানায় ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ২/৩ টি গাড়ি ভাংচুর ও একটি সিএনজি অটোরিক্সায় আগুন লাগিয়ে দেয়ার খবর পাওয়া যায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করলেও এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি ।



এদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছেন।
সোবহানীঘাট ও কদমতলি এলাকায় দেখা যায় বাসভাড়া করে বিশ্ব ইজতেমার ব্যানার টানিয়ে মালামাল তোলার প্রস্তুতি নিচ্ছেন তারা । সিলেটটুডে২৪.কম কে তারা জানান,  হরতাল/অবরোধ থাকলেও তারা আশা করেন বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে এসব বিঘ্ন সৃষ্টি করবেনা । তবে তারা বিশ্ব ইজতেমার স্বার্থে বিএনপিকে অবরোধ প্রত্যাহারের আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত