নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৫ ১০:১২

চৌহাট্টায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরন

সিলেট বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই নগরীর চৌহাট্টা এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা ঝাটিকা মিছিল করেছে। এ সময় মিছিলকারীরা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর আলিয়া মাঠের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও সিলেট বিএনপির ডাকা হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাঠের পাশে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদল নেতা লিটন আহমদ, জাহেদ তালুকদার, আব্দুর রউফ, আহাদুর রহমান, নাহিদ আহমদ মন্টি, রুমন আহমদ রাজু, শাহিন আহমদ প্রমুখ।

তবে সকাল পৌনে ১০টায় এ রির্পোট লেখা পর্যন্ত নগরীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ ব্যপারে সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল­াহ বলেন, মিছিলের খবর শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত