বড়লেখা প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০১৭ ২২:৫৬

বড়লেখায় ৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের বড়লেখায় ৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে এসব ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

প্রকল্পগুলো হচ্ছে- পশ্চিম চন্ডিনগর গ্রামে ৮০০ মিটার রাস্তা, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন অফিস থেকে বোবারথল ৭৫০ মিটার রাস্তা ও মুড়াউল উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমীক ভবন নির্মাণ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাস্তা উন্নয়ন কাজ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পারভেজ ঈষেণ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, ঠিকাদার জালাল আহমদ, ইউপি সদস্য আসিকুর রহমান, এলাকার বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান প্রমুখ।  

আপনার মন্তব্য

আলোচিত