নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪৩

মাথায় হেলমেট নেই, ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

মাথায় হেলমেট না পড়েই মোটর সাইকেল চালিয়ে ফেঞ্চুগঞ্জে এক বিয়েতে যাচ্ছিলেন জুয়েল আহমদ। মোটর সাইকেলে ছিলেন আরো দুই আরোহী।

দক্ষিণ দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পণ্য বোঝাই ট্রাক ধাক্কা দেয় জুয়েল আহমদ (২৫)-এর মোটরসাইকেলে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হন অপর দুই আরোহী।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন জুয়েল। তার সাথে ছিলেন রানা ও হোসেন নামের আরো দুই যুবক। পারাইরচকে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। আহত রানা ও হোসেনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক আবুল হোসেনকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জেরর ছাতক উপজেলার মোতাহির হুসেনের ছেলে বলে জানা গেছে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার মাথায় হেলমেট ছিলো না ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা যান।

আহত অপর দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত