জগন্নাথপুর প্রতিনিধি

১১ অক্টোবর, ২০১৭ ১৭:৩৪

জগন্নাথপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক প্রবাসীর বাড়িতে সাপ ধরার পর সাপের কামড়ে লিকসন (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীচর গ্রামে এ ঘটনাটি ঘটে। সাপুড়ে লিকসন নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার উত্তর কালনীচর এলাকার যুক্তরাজ্য প্রবাসী হাজী লোকমান মিয়ার বাড়িতে বসবাস করে বিভিন্ন জায়গার ‘বিষধর সাপ’ ধরে আনতেন লিকসন। তারই ন্যায় মঙ্গলবার দুপুরে ওই মালিকের বাড়ীতে সাপ ধরতে যান লিকসন। সাপ ধরে বন্দি করে রাখার পর সাপ বন্দিশালা থেকে ওই সাপুড়েকে কামড় দেয়।

তখন স্থানীয়দের সহায়তায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মধ্য রাতে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে বুধবার (১১ অক্টোবর) ভোরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত