বড়লেখা প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৮ ১৭:৪৯

বড়লেখায় উন্নয়ন মেলায় আবেদনেই মিলছে বিদ্যুৎ সংযোগ

মৌলভীবাজারের বড়লেখায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় ৩৭টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা তাৎক্ষণিক সেবা প্রদান করছে। এর মধ্যে বড়লেখা পল্লি বিদ্যুৎ সমিতি স্পট মিটারিং সংযোগ প্রদান করছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জামানতের টাকা জমা দেওয়ার পর পর পরই প্রায় ৭৫টি মিটার সংযোগ দেওয়া হয়। সংযোগের জন্য আবেদন পড়েছে আরও প্রায় ৪৩টি। আবেদন করতে আসা প্রত্যেক গ্রাহককে ফুল দিয়ে বরণ করেন পল্লি বিদ্যুৎ সমিতির লোকজন।

পল্লি বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস স্পট মিটারিং সংযোগ প্রদানের বিষয়ে বলেন, ‘যে সকল ঘরের ওয়ারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। সেই সকল ঘরে বিদ্যুৎ সংযোগের জন্য মেলায় আবেদন ও ৪০০ টাকা জামানত প্রদান করলেই গ্রাহকের মিটার সংযোগ দেওয়া হচ্ছে। এ কার্যক্রম ৩দিন চলবে।’

উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল আহমদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাসনা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত