ছাতক প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০১৮ ১৯:৩৮

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ছেলে মাদকাসক্ত, পারছেন না স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এমন অবস্থায় থানায় লিখিত অভিযোগ করে প্রতিকার চাইলেন মা রোকশানা বেগম। পুলিশ আটক করে ছেলেকে, পাঠায় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতকে।

মাদকাসক্ত আব্দুল কাদিরকে (১৮) সোমবার সকালে আটক করেন ছাতক থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। কাদির উপজেলার দোলারবাজার ইউনিয়নের গোবিন্দনগর (লক্ষ্মীপুর) গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী তুয়েল আহমদের পুত্র।

রোকশানা বেগম জানান, ছেলে আব্দুল কাদির দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। সে প্রতিদিনই নেশার টাকার জন্য পরিবারের লোকজনকে গালিগালাজ ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করত।

ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুলিশের সহায়তা নেন বলে জানান তিনি।

ছাতক থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আব্দুল কাদিরকে সিলেটের ‘প্রেরণা’ নামক মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত