নবীগঞ্জ প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০১৮ ১৬:২০

হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নবীগঞ্জে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

নবীগঞ্জ পৌরসভার সাতটি পদে নিয়োগের অনিয়মের অভিযোগে পৌর কার্যালয় সামনে এসে চাকরি প্রত্যাশী কিছু যুবকের উশৃঙ্খল কার্যকলাপ, হামলা ও ভাঙচুরের অভিযোগে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক, পৌর কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ১৫ এপ্রিল কতিপয় পরীক্ষার্থী নামধারী অতি উৎসাহী কিছু উশৃঙ্খল যুবক যে ঘটনাটি ঘটিয়েছে তা একমাত্র একটি মহলের ইন্ধনে করেছে। নবীগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দের সেবা পাওয়ার প্রতিষ্ঠান ভাংচুর করে যা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারী সন্ত্রাসী কার্যকলাপের শামিল। দীর্ঘদিন যাবত একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আসলে তারা ভুল পথের সাথী।

তিনি আরো বলেন, ওই দিন এলাকার কিছু দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনা খুবই দু:খজনক। দায়িত্বশীলদের এ ধরণের দায়িত্বহীন আচরণ জনগণ আশা করে না। যে নিয়োগ কার্যক্রমের অজুহাতে এ ন্যাক্কারজনক হামলা পরিচালিত হয়েছে তা পৌর মেয়রের ভাবমূর্তি নষ্ট করার অভিপ্রায় মাত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী যে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে তা দিবালোকের মত স্বচ্ছ ও পরিশুদ্ধ। এতে কোন ধরণের অনিয়ম হওয়ার প্রশ্নই উঠে না।

এদিকে নিয়োগের বিরোধিতা করে মানববন্ধনের নামে পৌরসভায় মিছিল সহকারে এসে দরজা জানালা ভাংচুর করে উত্তেজনা সৃষ্টি ও অশ্লীল শ্লোগানসহ ভয়ভীতি প্রদর্শন, মেয়রের কক্ষের জানালার গ্লাস, ইট পাটকেল দিয়ে ভেঙ্গে আনুমানিক তিন হাজার টাকার ক্ষতি সাধন করায় এবং আগামী তিন দিনের মধ্যে নিয়োগ পরীক্ষা বাতিল করা না হলে পৌরসভা পুনরায় ঘেরাও করা হবে বলে হুমকি দেয়ায় পৌর সচিব মো. আজম হোসেন নবীগঞ্জ থানায় সোমবার সাধারণ ডায়েরি করেছেন।

অপরদিকে পৌরসভার কার্যালয়ের মেয়রের কক্ষের জানালার গ্লাস ভাংচুরের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত