ছাতক প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০১৮ ২০:৩৩

ছাতকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

ছাতকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ৩০ শতাংশ কোটা বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) শহরের শহীদ মিনার চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, নুরুল আমিন, আলহাজ্ব আব্দুস সামাদ, সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, কবির উদ্দিন লালা, আব্দুল কাইয়ূম, কদর মিয়া চেয়ারম্যান, লাল মিয়া, ফজর উদ্দিন, মদরিছ আলী, জীয়ন কুমার মিন্টু, আজাদ মিয়া, শাহজাহান মিয়া।

এছাড়া আরো বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু শামীম, সাবেক আহবায়ক শহীদুল ইসলাম, সাবেক সদস্য সচিব প্রবাল দেবনাথ অপু, রবিন আহমদ, যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির রুবেল, মুক্তিযোদ্ধা সন্তান মাসুদ রানা, আব্দুল কদ্দুছ, রাজন মিয়া, নুরুজ্জামান, কয়েছ আহমদ, আক্কাছ মিয়া, ছালেক মিয়া, সৈয়দ আহমদ, মামুন হোসেন, নজরুল ইসলাম, সাহেব আলী, শাহাব উদ্দিন, রাজীব সরকার, আব্দুস ছালাম, শাহ আলম বাছিত, আশরাফ হোসেন, হাবিবুর রহমান, দুলাল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আক্রম আলী, ইন্তাজ আলী, জমির আলী, আক্রম আলী, চান মিয়া, রিয়াজ উদ্দিন, আফিজ আলী, নিজাম উদ্দিন, আব্দুল আহাদ, আছদ্দর আলী, তালেব আলী, আজির উদ্দিন, মনফর আলী, আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সন্তান রহিম আলী, অপু দাস, শাহজাহান, আতাউর রহমান, আসক আলী, আফজল হোসেন, মুজিবুর রহমান, আনর মিয়া, শাহীন তালুকদার, নুরুল আমিন, নয়ন রশিদ, আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম, সুমন মিয়া, ফাহিম আহমদ, দিপক দাস, সাজন মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ বহালের দাবীতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত