জগন্নাথপুর প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৮ ১২:২০

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৩ ডাকাত কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গ্রেপ্তার ৩ ডাকাতকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ গাঁও গ্রামের আবদুল জলিলের ছেলে এনামুল হোসেন, উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মাসুক মিয়ার ছেলে রফুমিয়া ও বিশ্বনাথ থানার রমজানপুর গ্রামের রইছ আলীর ছেলে আসমান আলী।

পুলিশ ও ডাকাতির শিকার পরিবারের লোকজন জানান, গত ১২ এপ্রিল একদল ডাকাত উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ গাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেনের ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২৭ লাখ ৪৬ হাজার টাকার মালামাল লুট করে; ওই প্রবাসীর পাশের ঘরে তার চাচা সৌদি আরব প্রবাসী আবুল বশরের ঘরে হানা দিয়ে আরও ৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এঘটনায় যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেনের বাবা আবুল হোসেন বাদী জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালায়।

সোমবার রাতে গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশ উপজেলার পাটলী ইউনিয়নের এরালিয়াবাজার সংলগ্ন হাওর থেকে এলাকাবাসীর সহায়তায় তিন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত তিন ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

এসময় তিনি বলেন, অভিযানকালে ধৃত ডাকাত রফু মিয়ার কাছে ৩৪ পিস ইয়াবা পাওয়া যায়।

আপনার মন্তব্য

আলোচিত