সুনামগঞ্জ প্রতিনিধি

২১ এপ্রিল, ২০১৮ ১৮:৩১

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক অ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দ্বিপক ঘোষ, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সিনিয়র আইনজীবী স্বপন কুমার দেব, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব, সুনামগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ।

সভায় বক্তারা বলেন,‘ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ধর্ম যার যার রাষ্ট্রকে সবার করতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয় করতে হবে। সংখ্যালঘু কমিশন ও তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন তৈরি করতে হবে। নির্বাচনের আগে-পরে তাদের নিরাপত্তা জোরদার করতে হবে।  জাতীয় নির্বাচনে সংখ্যালঘু নির্যাতনকারীদের মনোনয়ন প্রদান থেকে বিরত থাকতে হবে। নির্যাতনকারী ও জমি দখলকারী কাউকে মনোনয়ন দিলে তিনি যেই দলের প্রার্থীই হোন না কেন তাকে বর্জন করা হবে।’

আলোচনা সভার শুরুতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিমান রায় ও অনীশ তালুকদার বাপ্পু।

সম্মেলনে প্রথম পর্বের আলোচনার পর জেলা কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল।

আপনার মন্তব্য

আলোচিত