গোয়াইনঘাট প্রতিনিধি

২২ এপ্রিল, ২০১৮ ১৬:০৯

গোয়াইনঘাটে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সিলেটের গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনার জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ এপ্রিল) দুপুর ২টায় এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম ছয়ফুল আলম (৩২)। তিনি উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর (নয়াহাটি) গ্রামের আবিদ আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের জাবিদ আলীর মেয়ে ফাতিমা বেগম, শফিকুর রহমান, ফরিদ আহমদ, ইসলাম আলী। ঘটনার পর আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনায় হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে নিহতের ভাই ফারুক আহমদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪, তাং- ২২/০৪/২০১৮ইং।

পুলিশ অভিযান চালিয়ে সাহারা বেগম ও সিতারা বেগম নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গোয়াইনঘাট থানা অফিসার (তদন্ত) হিল্লোল রায় জানান, এ ঘটনায় মুল ঘাতক সহ জড়িত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত