হবিগঞ্জ প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৮ ১৭:২৯

জঙ্গিবাদ প্রতিরোধে হবিগঞ্জে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক সম্মেলন

ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করেন হবিগঞ্জের ৮ উপজেলার আলেম-ওলামা ও ইমামগন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এমপি।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল আমীন, বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন, চৌধুরীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি ক্বারী আবু তৈয়ব মুজাহিদী।

সম্মেলনে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম-ওলামার ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সম্মেলন শেষে হবিগঞ্জের শ্রেষ্ঠ ইমাম বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম মাওলানা মো. আমিনুল হক এবং হামদ নাথ পরিবেশন করেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. নাসির উদ্দিন খান।

আপনার মন্তব্য

আলোচিত