ছাতক প্রতিনিধি

১৪ মে, ২০১৮ ২০:৩৬

ছাতকে পৃথক পিএসসি কেন্দ্রের দাবীতে জেলা প্রশাসক বরাবরে আবেদন

ছাতকে ৫টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা কেন্দ্র চালু করার দাবীতে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করা হয়েছে।  

উপজেলার দোলারবাজার ইউনিয়নের বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাগহাটা সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুরাইয়া চিছরাওলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, যুগলনগর-গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীকৃষ্ণপুর-দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় ইডেন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ এ আবেদন করেন।

সোমবার (১৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ১০টি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি কেন্দ্র জাহিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থাকায় এ কেন্দ্রের ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবেদনকারীরা উল্লেখিত ৫টি বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেন নিয়ে শ্রীকৃষ্ণপুর-দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথক কেন্দ্র চালু করার দাবী জানান।

আপনার মন্তব্য

আলোচিত