ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

২০ মে, ২০১৮ ২৩:২১

ফেঞ্চুগঞ্জ চেয়ারম্যান ‘বিক্রি করলেন রাস্তার ইট’

বিভিন্ন প্রকল্পের আওতায় সড়ক তৈরিতে ব্যবহৃত ইট উঠিয়ে নিয়ে সেগুলো বিক্রির অভিযোগ উঠেছে ফেঞ্চুগঞ্জের সাবেক চেয়ারম্যান আশরাফ বাবুলের বিরুদ্ধে।

রোববার (২০ মে) ফেঞ্চুগঞ্জ ০৩ নং ঘিলাছড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান হাজি লেইস চৌধুরী এ ব্যাপারে একটি লিখিত অভিযোগপত্র দিয়েছেন সিলেট জেলা প্রশাসক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারন মমির্জাপুর রাস্তাটি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইট সলিং করা হয় কিন্তু সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ বাবুল, ইট সলিং তুলে ইটগুলো অন্যত্র বিক্রি করে দেন, যার কারণে বর্তমানে উক্ত রাস্তাটির অবস্থা একেবারেই নাজেহাল ঐ রাস্তা দিয়ে এখন স্কুল, কলেজ, মাদরাসা ও মসজিদের মুসল্লিদের যাতায়াত করতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

সেই সাথে রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে সেটা সংস্কার এবং পূর্বে সলিংকৃত ইট তুলে বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান সদ্য দায়িত্ব বুঝে নেওয়া এই চেয়ারম্যান।

এ বিষয়ে অভিযুক্ত বাবুল চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান, কোথাও ইট চুরি হয়নি। ইট, ইটের জায়গায় আছে।

আপনার মন্তব্য

আলোচিত