জগন্নাথপুর প্রতিনিধি

২১ মে, ২০১৮ ১৭:৫২

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভেজাল খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪০০ টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (২১ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য পরিদর্শক লতিফুল বারী, জগন্নাথপুর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযানকালে উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকার হাসান ভেরাইটিজ স্টোরকে ১২০০ টাকা ও মিসির আলী স্টোরকে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

এছাড়াও দুটি দোকানের প্রায় ১০ হাজার টাকার মালামাল ধংস করা হয়।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, রমজান মাস উপলক্ষে ভেজাল খাদ্যদ্রব্যের ওপর অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত