নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০১৮ ১৮:০৪

ওসমানীতে ২ কোটি ১৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ১

সিলেটর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ১৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ এক দুবাইযাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন। উদ্ধারকৃত অর্থের মধ্যে সৌদি আরব, ওমান, কুয়েত ও বাহরাইনের মুদ্রা রয়েছে।

বুধবার দুপুরে মিসবাহ উদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি গাজিপুরের কাপাশিয়ায়। তিনি গত এক বছরে সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে ১২ বার দুবাই যানর বলে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান।

কর্মকর্তারা জানান, বুধবার দুপুরে ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে যাত্রীদের লাগেজ তল্লাশী করছিলেন তারা। এসময় মিসবাহ উদ্দিনের সাথে থাকা লাগেজটি সন্দেহ হলে এটি খুলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রার দেখতে পান। সাথেসাথেই মিসবাহ উদ্দিনকে আটক করা হয়। এরপর লাগেজের টাকা গুণে সেখানে ২কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা পাওয়া যায়।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, প্রায় ২ কোটি ১৭ লাখ টাকাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে পুলিশের কাছে ও টাকা শুল্ক বিভাগে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত