নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০১৮ ১৩:৩৮

আকাশে ভারী মেঘ, থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে

আকাশে ভারী মেঘ। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে। বোঝার জো নেই এখন গ্রীষ্মকাল চলছে। আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে যে কারোরই মনে হতেই পারে এখন বর্ষাকাল চলছে।

শুক্রবার (২৫ মে) সকালে সূর্যের দেখা নেই। থেমে থেমে বৃষ্টিতে নাকাল হতে হয়েছে অনেক পথচারীদেরকে। কয়েক পসলা মুষলধারে বৃষ্টির কারণে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না অধিকাংশ মানুষজন।  

দুপুর সাড়ে ১২টা নাগাদ আকাশ কালো করে আসা ভারি বৃষ্টিতে ভুগান্তিতে পড়তে হয়েছে মসজিদ পানে ছুটে যাওয়া মুসল্লিসহ স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ওই পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আপনার মন্তব্য

আলোচিত