নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০১৮ ২০:৩০

উপশহরে প্রবাসীর ফ্লাটে চুরি, অর্ধ কোটি টাকার মালামাল লুট

সিলেট নগরীর উপশহরের একটি ফ্লাটে চুরির ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ মে) রাত ১০টার দিকে স্প্রিং টাওয়ার-২ নামে একটি বহুতল ভবনের পঞ্চম তলার একটি ফ্লাটে এ চুরির ঘটনাটি ঘটে।

চোরেরা ভবনের ফ্লাটে ঢুকে ডায়মন্ড সেট, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ অর্ধকোটি টাকার মালামাল লুঠে নেয়।

ওই ফ্লাটের মালিক প্রবাসী ফেরদৌসি রহমান জানান, শনিবার রাতের তিনি জরুরী প্রয়োজনে বাসার বাহিরে যান। পরে তিনি রাত দেড়টায় দিকে বাসায় ফিরে মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান।

চুরি হওয়া মালামাল প্রসঙ্গে তিনি বলেন, চোরেরা ৩০ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের গহনা সেট, ২০ লাখ টাকার মূল্যের ৫০ ভরি স্বর্ণালঙ্কার, ১টি আইফোন ও ক্যামেরা চুরি করে।

ঘটনাটি জানার পরপর তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় অবগত করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরক্ষিত ফ্লাটে চুরির এমন ঘটনা কিভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত